DOAJ এ জার্নাল খোঁজা
- প্রয়াস জামান
- Feb 15, 2020
- 2 min read
DOAJ এর পূর্ণরূপ হলো Directory of Open Access Journals অর্থাৎ এটা একটা Open access বা কোনরকম শর্তহীনভাবে গবেষণাপত্র পড়ার সুযোগ যেসব জার্নাল দিয়ে রেখেছে তাদের একটা লিস্ট বা তালিকা এখানে আছে। বর্তমানে প্রিডেটরি জার্নাল বা টাকা নিয়ে নিম্নমানের গবেষণা ছাপানোর কাজ করা জার্নালের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে কোনটা ভালো সেটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আবার এইধরনের জার্নালগুলো বেশিরভাগই ওপেন এক্সেস বা বিনামূল্যে পড়ার সুবিধা দেয় এজন্য অনেকেই ভালো ও বড় পাবলিশার্স (স্প্রিঞ্জার, এলসভিয়্যার, টেইলর ফ্রান্সিস, বিগেল, এমেরাল্ড ইত্যাদি) না হলে ওপেন এক্সেসে পেপার দেয়াটায় ভরসা পান না।

সেক্ষেত্রে ডোয়াজ একটা বিরাট স্বস্তির জায়গা। ডোয়াজ বর্তমানে ভ্যালিড বা সত্যিকারের পীয়ার রিভিউড ওপেন এক্সেস জার্নালগুলোর একটা নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে। রিসার্চগেটের একটা ডিস্কাশনে আমি বেশিরভাগ গবেষকদেরকেই ডোয়াজের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলতে দেখেছি। ডোয়াজে যেকোন একটা জার্নাল ইন্ডেক্সড পাবার জন্য বেশ কিছু মানদন্ড নিশ্চিত করতে হয়। বড় বড় পাবলিশিং হাউজের জার্নালসহ বর্তমানে প্রায় ১২০০০ হাজার জার্নাল ডোয়াজে নথিভুক্ত হয়েছে।
বিশেষত আমার ব্যাক্তিগত অভিমত হল যারা অপেক্ষাকৃত নবীণ গবেষক তারা তাদের কাজ পাবলিশিংয়ের জন্য ডোয়াজ কে বেছে নিতে পারে, এতে তাদের কাজটা প্রিডেটরি জার্নাল বা এধরনের ভুল জায়গায় চলে যাওয়া থেকে রক্ষা পাবে বা অযথা ভুলভাবে টাকা নষ্ট হবার ঘটনা কমে যাবে। আমি নিচে কয়েকটা ছবি দিয়ে কিভাবে কাজটা করা যেতে পারে তুলে ধরছি।
প্রথমে যেতে হবে https://doaj.org/ সাইটে।
এরপর ছবিতে লাল দাগ দিয়ে দেখানো advanced search অপশনে ক্লিক করতে হবে।

পরের পেজ আসলে ক্লিক করতে হবে জার্নাল অপশনে

পেজ লোড হবার পর এরপরে ক্লিক করতে হবে ডান পাশের সার্চ আইকন যুক্ত সার্চ ফিল্ডে (লাল বৃত্ত)। সেখানে আপনার কোন বিষয়ের জার্নাল দরকার সেটা লিখুন।

এরপর দেখবেন লিস্ট চলে আসবে। এবার চাইলে আপনি যেসব জার্নালে পেপার সাবমিট/ পাবলিশে টাকা লাগে না
সেরকম জার্নাল ফিল্টার করতে পারবেন, বাঁঁ পাশের অপশনে গিয়ে। ( লাল বৃত্ত) Article processing charge অপশনটি এক্সপান্ড করলেই ইয়েস বা নো অপশন পাবেন।


এটা ছাড়াও আরো কিছু ফিল্টার করতে পারবেন যেমন পাবলিশার্স, জার্নালটি কোন দেশের বা সাবজেক্ট অনুযায়ীও।

আশাকরি এত জার্নালের মধ্যে আপনি আপনার কাঙ্খিত জার্নালটি পাবেন। তবে আমি আগেও বলছি এটা নবিশ বা শুরুর দিককার গবেষকদের জন্য ভালো হতে পারে। একটু পরের পর্যায়ে ওয়েব অব সায়েন্স বা স্কোপাসের ইনডেক্স ভুক্ত জার্নালের দিকেই এগোন ভালো। তবে ভালো ব্যাপার হলো ডোয়াজের অনেক জার্নালই আবার এইসব ইন্ডেক্সিং এর অন্তর্ভুক্ত। সেগুলো নিয়ে বিস্তারিত হয়তো শিগগিরই লিখব, তবে আজ এটুকুই। কোন প্রশ্ন থাকলে কমেন্টবক্সে জানাতে পারেন।
Comments