ProWritingAid: কার্যকরী অনলাইন রাইটিং টুল
- প্রয়াস জামান
- Apr 20, 2020
- 1 min read
এমনিতে গ্রামার চেকিংয়ের কাজে মাইক্রোসফট ওয়ার্ডই অনেক ক্ষেত্রে কার্যকরি। এটা বাদেও এখন অনেক ধরনের অনলাইন সফটওয়্যার আছে। সবচেয়ে বেশি সম্ভবত ব্যাবহার হয় গ্রামারলি (Grammarly), আমি আগেও গ্রামারলির ব্যাপারে অনেক জায়গায় লিখেছি।আমার সবসময়ই নতুন কিছু ট্রাই করতে মন্দ লাগে না। এজন্য নানা ধরনের ওয়েব প্রোগ্রাম বা এইজাতিয় জিনিসগুলো ঘাটাঘাটি করে দেখি। গ্রামারলি বাদেও আমার আরো কয়েকটা প্রোগ্রাম ব্যাবহার করা হয়েছে আর এদের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে প্রো-রাইটিং এইড (Pro-writing Aid)।
এখন আমি ইংরেজিতে যাই কিছু লিখি তার সবগুলোই এখন এটাতে চেক করিয়ে নেই। এটার গ্রামারলির মতো অ্যাড অন/ প্লাগ ইন/এক্সটেনশন হিসেবে ফায়ারফক্সে বা ক্রোমে ব্যবহার করার ব্যাপারটাও আছে এবং ব্যবহার করা খুব সহজই বলতে হবে। গ্রামারলির মতো কেবলমাত্র একটা একাউন্ট খুলতে হয় ওদের সাইটে গিয়ে। এরপর লগ ইন করলে নিজের জন্য একটা আলাদা প্রোফাইল তৈরি হয়। লগ ইনের পরে ওয়েব এডিটর ওপেন করতে হয়। ইচ্ছামতো ডকুমেন্টের টেক্সট আপলোড বা লিখে বা কপি-পেস্ট করার পরে এডিটিং করা সম্ভব। যত ডকুমেন্ট এডিট করবেন এখানে সেগুলোর সবগুলোই জমা থাকবে গ্রামারলির মতো।

গ্রামারলির চেয়েও এটাকে আমি এগিয়ে রাখবো এর কনসোলের কার্যকারিতার উপর। প্রথমত এটার গ্রামারলির মতো গ্রামার চেক করে। দ্বিতীয়ত গ্রামারলির চেয়েও লেখার বেটার স্টাইল সাজেস্ট করে। আর তৃতীয়ত এর vocabulary/ thesaurus সেকশনটা ব্যাবহার করা খুবই সহজ এবং খুব সমৃদ্ধ যেটা গ্রামারলির ফ্রি ভার্শনে নেই। এছাড়াও আরো বেশ কিছু অপশন আছে যেগুলো গ্রামারলিতে নেই।

প্রোরাইটিং এইডও ফ্রি নয়।ফ্রি লাইসেন্স এক্সপায়ার করার পরে এটা দিয়ে একবারে কেবল ৫০০ ওয়ার্ডের সবরকমের চেক করা যায়। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি এতটুকুও নগন্য নয়।এইটুকুতেও অনেক কাজ চলে যায়। আর এইটা কেবল আমার ভালো লেগেছে তাই নয়, আমি আমার অনেক কলিগদেরও এটা দেখিয়েছি এবং অনেকেই এটাকে বেশ কার্যকরীই বলেছিলেন।
Comments