top of page
Search

ফোকাসকি (FOCUSKY): ভিন্নমাত্রার প্রেজেন্টেশন সফটওয়্যার

  • Writer: প্রয়াস জামান
    প্রয়াস জামান
  • Apr 22, 2019
  • 2 min read

আমার প্রতিনিয়তই নতুন নতুন জিনিস নিয়ে নাড়াচড়া করতে বা খানিকটা সময় ব্যয় করতে মন্দ লাগে না। এই প্রেজেন্টেশন সফটওয়্যারটা নিয়েও আমার ঘাঁটাঘাঁটি করতে খারাপ লাগেনি উলটো ভালো লেগেছিলো। আমার ধারণা অনেকেরই এমন লাগবে বিশেষত যাদের নতুন জিনিস নিয়ে জানতে জানাতে ভালো লাগে।

আমাদের দেশে প্রেজেন্টেশন দেয়ার ক্ষেত্রে পাওয়ারপয়েন্টের ব্যাবহার সর্বত্র। আমি নিজেও প্রথম মাইক্রোসফট পাওয়ারপয়েন্টই শিখেছি। একদিন আমার বিভাগের (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের) শ্রদ্ধেয় সহযোগী অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী স্যার আমাদের উনার পিএইচ.ডী অভিসন্দর্ভ বা থিসিস প্রেজেন্টেশন একটা ভিন্ন ধরনের সফটওয়্যারে দেখিয়েছিলেন। সফটওয়্যারটার নাম ছিলো ‘প্রেজী’ (কিংবা প্রেইজি)। খুবই এনগেইজিং, স্ক্রিনে আপনার চোঁখ ধরে রাখবেই।


প্রেজির একটা সমস্যা হলো এটা ফ্রি না আবার অফলাইনও না। এমনকি এডিট করতে হলেও অনলাইনে ঢুকতে হতো। আমার নিজের যখন একটা কনফারেন্সে টক দেওয়াটা চূড়ান্ত হলো তখন আমি ভিন্ন কিছু করতে চাইলাম, মানে ভিন্ন কিছুতে ভিন্নভাবে প্রেজেন্টেশন দিতে মন চাইলো। আমি প্রেজির অল্টারনেটিভ খোঁজা শুরু করলাম।




আমার সাথে ‘ফোকাসকি’র (FOCUSKY) পরিচয় সেদিন থেকেই আর তখন থেকেই আমার এর প্রতি মুগ্ধতা কাজ করছে। আমি একটি ন্যাশনাল কনফারেন্স এবং আমার মাস্টার্সের প্রেজেন্টেশন ‘ফোকাসকি’ দিয়েই দিয়েছি। এই প্রেজেন্টেশন টুলটা একেবারেই ‘প্রেজি’র জমজ ভাই। ‘প্রেজির সকল সুযোগ সুবিধাই এটার মধ্যে আছে। আর তার সাথে আরো কিছু যুক্ত আছে। অতি সম্প্রতি এটার আপডেট ভার্শনও বের হয়েছে। ফোকাসকিতে তৈরি একটা চমৎকার প্রেজেন্টেশন দেখতে পারেন নিচে।



*ফোকাসকি কোথায় পাবো?

এই লিংকেঃ http://focusky.com/


*ফোকাসকি’র সুবিধা কি?

অনেকগুলোই,


*প্রথমত এটার প্রেজেন্টেশন অনেক প্রানবন্ত। বানানো খুবই সহজ, এমনকি কিছু ক্ষেত্রে পাওয়ারপয়েন্টের চেয়েও বানানো সহজ। দর্শকদের চোঁখ ধরে রাখার মত সব ফাংশন, ট্রানজিশন/ অ্যানিমেশন আছে এতে।


*দ্বিতীয়ত, অনেক ফ্রি ইন্টারেক্টিভ টেমপ্লেট বা মডেল আছে, সেগুলো সহজে ইমপোর্ট করা যায়, ব্যবহার করা যায়। এমনকি শেয়ারও করা যায়।


*তৃতীয়ত, এটাতে তৈরি প্রেজেন্টেশনকে একটা আলাদা সফটওয়্যার হিসেবে (.exe) তৈরি করা যায়, এতে করে এটা যেকোন কম্পিউটারে চালানো যায়। যেমন পাওয়ারপয়েন্ট-২০১০ এর অনেক ট্রানজিশন বা অ্যানিমেশন ২০০৭ এর ভার্শনে চলবে না। ফোকাসকিতে এরকম কোন ঝামেলা নেই।


*চতুর্থত, এটাকে পিডিএফ বা এইচটিএমএলএও সেইভ করা যায় (পাওয়ারপয়েন্টেও যায়)। কিন্তু এতে ইমেজ কোয়ালিটী বেশ ভালো থাকে।


*অসুবিধাসমূহ,


*প্রথমত, এটি ফ্রি হলেও অনলাইন কানেকশন লাগে। তবে প্রজেক্ট এডিট বা তৈরির জন্য অনলাইন কানেকশন প্রয়োজন নেই।


*দ্বিতীয়ত, এটাতে তৈরি করা প্রেজেন্টেশন আকারে ভারি হয়, এজন্য রেগুলার ই মেইলে পাঠানো খানিকটা ঝামেলার।


*তৃতীয়ত, এটা পাওয়ারপয়েন্টের মত জেপিজি, পিএনজি বা স্লাইড বাই স্লাইড ইমেজ আকারে পাওয়া যায় না বা বানানো যায় না সরাসরি।


*চতুর্থত, বেশ কিছু টেমপ্লেট পাওয়া যায় বটে কিন্তু অনেকগুলোই প্রফেশনাল বা টাকা দিয়ে কিনতে হয়, অবশ্য আপনি নিজেই ভালো আইডিয়া করে আকর্ষনীয় প্রেজেন্টেশন তৈরি করার সব ব্যবস্থা আছেই।

কিছু ব্যাপারকে এড়িয়ে গেলে এটা বেশ দারুন একটা প্রেজেন্টেশন টুল। যারা নতুন কিছু করতে আগ্রহী তারা চেষ্টা করে দেখতেই পারেন। আর কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।

 
 
 

Comments


bottom of page