top of page
Search

থিসিস বা সায়েন্টিফিক পেপারের রেফারেন্স/সাইট ম্যানেজমেন্ট টুলস নিয়ে কিছু কথা

  • Writer: প্রয়াস জামান
    প্রয়াস জামান
  • Aug 9, 2019
  • 1 min read

আমি নিজে প্রথম প্রথম কোন পেপার লেখার চেষ্টা করতাম তখন একটা আলাদা ফোল্ডারে যে বিষয়ে পড়ব বা লিখব সেই বিষয়ের পেপারগুলা রাখতাম। অনলাইন পেইজও থাকতো। যখন লিখতাম দেখা যেত যে রেফারেন্স /পেপার সাইট করা নিয়ে বেশ ঝামেলা লাগতো। যদিও আমি কখনো ম্যানুয়ালি টাইপ করিনি, সবসময়ই গুগল স্কলারের (Google Scholar) সাইটিং (Cite) অপশন থেকে ইমপোর্ট (কপি) করে পেস্ট করে দিতাম পেপারে। ইউটিউবে "How to cite papers easily" লিখে সার্চ দেবার মত বুদ্ধি কেন জানি মাথায় আসেনি। গত দুই বছর আমার পেপারগুলা আমি এভাবেই লিখেছি৷ কিন্তু অথচ এই কাজটা আরো বেটার করা যায় এমন তিনটা সফটওয়্যার আছে।

এই সফটওয়্যারগুলো দিয়ে প্রয়োজনীয় পেপার, অনলাইন সাইট গোছালোভাবে রাখা যায় এবং রেফারেন্সিংয়ের ঝামেলা অনেক কমিয়ে আনা সম্ভব অনেক কম সময়ে৷ ওই তিনটা সফটওয়্যার হলো

১. ম্যান্ডেলে (Mendeley)

২. জোটেরো (Zotero)

৩। এন্ডনোট (Endnote) :::: ১. ম্যান্ডেলে (Mendeley) :




পেপারগুলো গুছিয়ে ফোল্ডার করে রাখার পাশাপাশি পেপার সংক্রান্ত বিশদ তথ্য, রিসেন্ট পেপারও খোঁজা যায় শুনেছি। রেফারেন্সিং বা পেপার সাইটিং বেশ ইজি। ম্যান্ডেলের মাইক্রোসফট ওয়ার্ড, মজিলা প্লাগইনও আছে। ম্যান্ডেলের অন্যতম সমস্যা এর সফটওয়্যার চলতে মাঝেমাঝে বেশ সমস্যা করে, মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কানেক্ট করার পর মাঝেমাঝে ওয়ার্ড ফাইল খুলতে দেরি করে।

ভিডিও টিউটোরিয়াল





::: ২. জোটেরো (Zotero) :




ম্যান্ডেলের মতোই, এটার সম্ভবত রিসেন্ট পেপার দেখানোর বা খোঁজার অপশন নেই। মজিলার প্লাগইন বেশ ভালো, ম্যান্ডেলের চেয়েও খানিকটা ভালো। এটা বেশ ফাস্ট, তেমন একটা ঝামেলা করেনা ৷

ভিডিও টিউটোরিয়াল



::: ৩। এন্ডনোট (Endnote):





এটাও বাকি দুইটার মতো। এটা একটু পুরনো ধাঁচের সফটওয়্যার, কিন্তু দারুন কার্যকরি, এটা ব্যাবহার করিনি। তবে এটা ব্যবহার বেশ সহজ শুনেছি।

ডাঊনলোড লিঙ্ক- https://endnote.com/downloads/

ভিডিও টিউটোরিয়াল




এই তিনটার যেকোন একটা রপ্ত করলেই কাজ চলে যায়।


কোন মতামত থাকলে সানন্দে জানান।

 
 
 

Comments


bottom of page