top of page
Search

ভার্সিটির দিনগুলিতে টোফেলের প্রস্তুতি

  • Writer: প্রয়াস জামান
    প্রয়াস জামান
  • Aug 17, 2019
  • 3 min read

টাইটেলটা খুব একটা ভালো হয়নি আগেই মেনে নিচ্ছি। আসলে যদিও মূল উদ্দেশ্য কিছু পথ বাতলে দেয়া যাতে করে টোয়েফল পরীক্ষার প্রস্তুতি ভালো হয় তবুও প্রথমে আমি টোয়েফল পরীক্ষার ফরম্যাটের ব্যাপারেও খানিকটা আলোচনা করে নেব যাতে পরীক্ষাটা কি এবং কেমন এই ব্যাপারে একেবারেই অন্ধকারে থাকা যে কারও বুঝতে তেমন একটা সমস্যা না হয়। যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলব সেগুলো আমি যখন টোয়েফল প্রস্তুতি নিচ্ছি তখন মনে হয়েছে যে আমি যদি আগে থেকেই এই ব্যাপারগুলোতে আগ্রহী হতাম বা কিছু সামান্য অভ্যাস গড়ে তুলতাম তাহলে হয়তো আমার পরীক্ষা দেয়াটা বা আরো বেটার মার্ক তোলা আরো আরো সহজতর হতো। আগেই বলে রাখি টোয়েফল পরীক্ষায় কেমন মার্কস পাবেন সেটা অনেকটাই নির্ভর করে আপনি পরীক্ষার আগের জীবনে ইংরেজী ভাষায় আপনার দক্ষতা কেমন ছিলো বা আপনার ইংরেজী ভাষায় এক্সপোজার কতটুকু ছিলো সেটার উপর।

টোয়েফল শব্দটার একটা পূর্ণরূপ আছে সেটা সাইডে রেখে বলি। এটা একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যেখানে আপনার ইংরেজী ভাষার দক্ষতা বিভিন্ন সিচুয়েশনে কেমন সেটা দেখা হয়। চারটা মেজর সেকশন থাকে এবং সেগুলো যথাক্রমে রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং। প্রতিটা সেকশনে আবার ছোট-বড় সাব সেকশন থাকে। প্রতিটা সেকশনের পূর্ণমান হয় ৩০, যার মানে পুরো টোয়েফল পরীক্ষার পূর্ণ নম্বর হলো ১২০। সময়, ২০১৯ এর নতুন টোফেল পরীক্ষা পদ্ধতি অনুযায়ী সাড়ে তিন ঘন্টার চেয়ে খানিকটা বেশি। মাঝে একটা দশ মিনিটের ব্রেক। এ নিয়ে বিস্তারিত প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে।


রিডিং সাইডে বেশ বড় প্যাসেজ আসে মোট তিনটা থেকে চারটা (তিন-চারটা এজন্যই বললাম কারণ একটা ওদের এক্সপেরিমেন্টের অংশ হিসাবে আসে সেটা কাউন্ট হয়না, এই এক্সপেরিমেন্টের অংশটা লিসেনিং সেকশনেও আসতে পারে) এবং ওই প্যাসেজগুলোর প্রতিটার উপর ১৩-১৪ টা বিভিন্ন রকম প্রশ্ন আসে।


লিসেনিং সেকশনে কিছু রেকর্ডিং শোনানো হয়, হতে পারে সেটা কথোপকথন বা বিষয়ভিত্তিক লেকচার এবং প্রতিটা রেকর্ডিং শোনানোর পরে প্রশ্ন থাকে।


স্পিকিং সেকশনে কোন বিষয় নিয়ে কথা বলতে দেয়া হয় এবং কিছু স্পেসিফিক সিচুয়েশনে আপনার মতামত, পর্যবেক্ষণ জানতে চাওয়া হয়।


রাইটিং সেকশনটায় দুটো বিষয়ে দুইটা রচনার মতো লিখতে হয়, একটা থাকে সীমাবদ্ধ বা উল্লেখিত বিষয়ের উপর, আরেকটা মোটামুটি স্বাধীন রচনা টাইপের।


এবার আসি কিভাবে ভার্সিটি লাইফেই টোয়েফল প্রস্তুতি বা কিভাবে কিছু অভ্যাস আমাদের টোয়েফল মার্কস বেশি পেতে সাহায্য করতে পারে সেটার প্রতি। আমার বিশ্বাস এগুলো প্রতিনিয়ত চর্চা করা সম্ভব হলে অল্প পরিশ্রমেই টোয়েফলে ভালো করা সম্ভব। বলা বাহুল্য পরীক্ষার আগে আপনি আরো অনেক রিসোর্স থেকে পড়বেন শিখবেন ( যেমন TPO software, Notefull Videos, Magoosh resources)। এই পোস্টের মূল উপজীব্য মূল পরীক্ষার অনেক আগে থেকে নেয়া ছোট ছোট পদক্ষেপ।


প্রথমেই রাইটিং সেকশনের জন্য রিডিং হ্যাবিট গড়ে তুলতে জোর দিতে বলব। এইজিনিসটা যাদের কম তারা তারা জি আরই টোয়েফল সবগুলোতেই বেশ ভালোই কষ্ট করে। ভার্সিটির সেকেন্ড বা থার্ড ইয়ার থেকে ইংরেজী পত্রিকা পড়া যেতে পারে। ইংরেজী বই পড়লে এমন বই পড়া উচিৎ যেগুলো আমাদের কমফোর্ট জোনের বাইরে। এটার কারণ হলো জিআরই বা টোয়েফলে যেসব প্যাসেজ আসে তার অধিকাংশই আমাদের কমফোর্ট জোনের বাইরের প্যাসেজ। শিল্প সাহিত্য বা ইতিহাস নির্ভর প্রবন্ধ/ নিবন্ধ পড়তে পারেন। এগুলো যদি না পারেন অন্তত পড়ার হ্যাবিট গড়ে তুলবেন। ইংরেজী কিছু না কিছু পড়ুন। এবং পড়ার পর মনে মনে একটা সারসংক্ষেপ তৈরি করতে পারেন কিনা দেখুন।


লিসেনিং সেকশন এবং স্পিকিং সেকশনের জন্য আপনি ইংরেজী মুভি বা সিরিয়াল দেখার অভ্যাস গড়ে তুলুন। যেকোন মুভি। কিন্তু একটাই শর্ত, ভাল মতো খেয়াল করুন সংলাপ, বলার ধরন এবং কোন সময় কিভাবে, কেন বলেছে সেটা। এটাকে Cognitive observation ও বলে। খালি কাহিনীতে ডুবে না গিয়ে সংলাপগুলোও একটু বোঝার চেষ্টা করুন। সম্ভব হলে সাবটাইটেল বন্ধ করে দিয়ে বোঝার চেষ্টা করুন।


লিসেনিং সেকশনে আপনাকে সবচেয়ে ভালো সাহায্য করবে ইউটিবের টেড টক ভিডিওগুলো। নিয়মিত টেড টক শুনুন। অন্তত দিনে একটা। রাতে ঘুমানোর আগে শুনতে পারেন। একাকী থাকলেও শুনতে পারেন। টেড টক ছাড়াও ভি-সস, ভক্স, টেড এড এই ইউটিউব চ্যানেলগুলোর ভিডিও দেখতে-শুনতে পারেন। এখন অডিওবুকের যুগ। অডিওবুক শুনতে পারেন, কাজে দেবে। স্পিকিংয়ের জন্য বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যায়, দেখতে পারেন। তবে স্পিকিং সেকশনে ভালো করার কিছু আলাদা পদ্ধতি আছে সেটা নিয়ে আলাদা একটা পোস্ট হয়তো লিখব। ভার্সিটি লাইফে আমার মনেহয় টেড টক দেখা আর টেড টকে বক্তারা কিভাবে কথা বলছেন সেটা দেখা পর্যন্তই চলবে।


রাইটিং সেকশনে যত পারেন কমপ্লেক্স সেন্টেন্সের প্রতি নজর বেশি দেবেন। লিংকিং ওয়ার্ডস বা কানেক্টর (Therefore, but, however, on the contrary, In contrast etc) কিংবা শিফটিং ওয়ার্ড কিভাবে ভালোভাবে ব্যাবহার করা যায় সেটা দেখবেন। সম্ভব হলে লেখার চেষ্টা করে দেখবেন ওই ওয়ার্ডগুলো ব্যাবহার করে। এটা যে অনেক সময় লাগবে তা না।


ভোকাবুলারি অনেক বেশি টোফেলে জানতে হয় না। জি আরই পরীক্ষার পরেই যদি টোফেল পরীক্ষায় এটেন্ড করেন তাহলে ভোকাবুলারি পড়ার প্রয়োজন নেই। তবে যদি কোন কারণে টোফেল পরীক্ষা জিআরইর আগে দেন তাহলে প্লেস্টোর থেকে TOEFL VOCABULARY BY MAGOOSH অ্যাপটা নামিয়ে নিতে পারেন।


আপনি যদি বর্তমানে ভার্সিটি পড়ুয়া হন এবং ভবিষ্যতে টোয়েফল দেবার ইচ্ছা আছে মোটামুটি ভার্সিটিতে পড়ার সময়ই আমার উল্লেখিত বিষয়গুলোতে একটু নজর রাখতে পারেন। আশা করি এতে আপনার সামান্য হলেও মার্ক বেশি আসার সম্ভাবনা থাকবে। আপনাদের জন্য শুভকামনা।

ও আচ্ছা আমার টোফেলে স্কোর ছিলো ৯২ (স্পিকিং- ২৫, রিডিং- ২৪, লিসেনিং ২২, রাইটিং-২১)।

 
 
 

Comments


bottom of page