কোন জার্নালে পেপার সাবমিট করব? (জার্নাল সাজেস্টার)
- প্রয়াস জামান
- Apr 7, 2019
- 1 min read
এই বিষয়টা অবধারিতভাবেই আমার মত নভিশ পর্যায়ের গবেষক বা মাত্র শুরু করেছেন এমন অনেকের ভাবনাতেই আসে। বর্তমানে প্রিডেটরি জার্নাল বা পে টু পাবলিশ জার্নালের ভিড়ে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণও। এই ব্যাপারটাতে একটা ভালো ভূমিকা রাখতে পারে জার্নাল সাজেস্টার। মূলত বড় কয়েকটি পাবলিশিং হাউজ অথরদের জন্য এই রকম কিছু সুবিধা রেখেছে যাতে করে প্রাসঙ্গিক জার্নালে অথররা পেপার সাবমিট করতে পারেন অথবা তাদের পেপার কোন জার্নালের বিষয়বস্তুর সাথে ভালো যায় (স্কোপ)। নিচে কয়েকটার লিংক দিলাম। এগুলোর সবগুলোরই কর্মপদ্ধতি প্রায় কাছাকাছি। নির্ধারিত ফিল্ডে পেপারের টাইটেল বা অ্যাবস্ট্রাক্ট কপি করে দিলেই প্রাসঙ্গিক জার্নালগুলো চলে আসে। নিচে যে লিংকগুলো দিলাম সেগুলো প্রায় সব বিভাগের/বিষয়ের মানুষদেরই কাজে লাগার কথাঃ
১। এলসভিয়ার জার্নাল ফাইন্ডারঃ https://journalfinder.elsevier.com/
২। স্প্রিঞ্জার জার্নাল সাজেস্টারঃ https://journalsuggester.springer.com/
৩। আইট্রিপলি পাবলিকেশন রেকমেন্ডারঃ http://publication-recommender.ieee.org/home
৪। জার্নাল গাইডঃ https://www.journalguide.com/
৫। এ.আই.পি জার্নাল সিলেক্টরঃ https://authorservices.aip.org/journal_selector_tool
৬। জেন জার্নাল এস্টিমেটরঃ http://jane.biosemantics.org/
৭। উইলি জার্নাল ফাইন্ডার, বেটা ভার্শনঃ https://journalfinder.wiley.com/search?type=match
এছাড়াও আপনি যদি সাজেস্টার বাদে একটি স্পেসিফিক জার্নালে দিতে চান তাহলে প্রায় সবগুলো পাবলিশিং হাউজের হোমপেজে (এমনি প্রিডেটরি পাবলিশিংয়েও) বিষয়ভিত্তিক জার্নালের লিস্ট পাবেন। তবে আপনি যদি বিভিন্ন পাবলিশার্সের জার্নালগুলোর মান অনুসারে কোন র্যাঙ্ক বা লিস্ট চান (যেমন ধরুন সুপারকন্ডাক্টিভিটির জন্য বিশ্বে টপ জার্নাল কোনগুলো তাহলে ঢুঁ-মারুন,
কিংবা ইন্ডেক্সিং অনুযায়ী লিস্ট পেতে যেতে পারেনঃ
ক্ল্যারিভেইট অ্যানালিটিক্সঃ http://mjl.clarivate.com/
কিংবা পুরো লিস্টটা পাবেনঃ http://help.incites.clarivate.com/incitesLiveESI/ESIGroup/overviewESI/esiJournalsList/version/17
এরা বাদে ওপেন অ্যাকসেস পাবলিশিংয়ের ক্ষেত্রে (DOAJ) এও বিষয়ভিত্তিক জার্নাল খোঁজার সুযোগ আছে।
DOAJ: https://doaj.org/
Commenti